নিজেকে একজন ব্যক্তি হিসেবে পরিচয় দিতে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের এক বাসিন্দা। মানুষ হিসেবে তাঁর কোনো ব্যক্তি পরিচয় নেই বলে দাবি করেন তিনি। আর এর পুরোটাই হয়েছে তাঁর বিরুদ্ধে আসা ৬ বছর কর না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে।
গত বুধবার রাজ্যের বেন্ডিগো ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। ৬ বছর ধরে কেন কর দিচ্ছেন না—এই প্রশ্নের উত্তরে অভিযুক্ত গ্লেন জেমস পোলগাইস এমন ‘অদ্ভুত’ যুক্তি দেখান। আদালত তাঁর যুক্তিকে 'আজেবাজে কথা’ বলে আখ্যায়িত করেছেন।
গত ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত কর দেননি গ্লেন জেমস। এর কারণ জানতে আদালতে হাজির করা হয় তাঁকে। আদালতকে তিনি বলেন, ‘ব্যক্তি বা স্বত্বা হিসেবে যেসব উপাদান একজন মানুষের থাকতে হয়, তা আমার নেই। আমি প্রকৃতির দেওয়া উপাদান ব্যবহার করে জীবনযাপন করি। তাই মানুষ হলেও আমি কোনো ব্যক্তি নই। যেহেতু আমি ব্যক্তি হিসেবে আমার পরিচয় বাতিল করেছি, সেহেতু আমি কর দেওয়ার উপযুক্ত নই। কেননা আইন অনুযায়ী একজন ব্যক্তি কর দেবে। আর তাই যে ব্যক্তি পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই পরিচয় আমার নেই।’
নিজের যুক্তির পক্ষে কথা বলতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন গ্লেন জেমস। তবে আদালত তাঁর কোনো যুক্তিই আইন অনুযায়ী মেনে নেননি। কারণ গ্লেন জেমসের বার্ষিক আয় নির্দিষ্ট বলে প্রমাণ মিলেছে। আদালত তাই তাঁকে কর ও জরিমানা বাবদ আগামী ১ মের মধ্যে ৬ হাজার অস্ট্রেলীয় ডলার পরিশোধের আদেশ দিয়েছেন। আদালত রায় শেষে বলেন, ‘তাঁর যুক্তি আইনকে একটি কৌতুকে পরিণত করছে।’
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
শেষ পাতা
সম্পাদকীয়
শেয়ার করুন
0 Please Share a Your Opinion.: